আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫০
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় তা চূড়ান্ত হতে সময় লাগছে। সবশেষ প্রধানমন্ত্রীর দপ্তরও সেটি চূড়ান্ত করেছে।
গত মার্চে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় মেয়াদে বাড়ানো হয়। যা ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা-১ এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মতামত চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
জিয়া অরফানেজ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে দণ্ডপ্রাপ্ত হন জিয়া চ্যারিটেবল মামলায়ও। এ দুই মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দু’বছরেরও বেশি কারাগারে ছিলেন বিএনপি নেত্রী।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |