আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৩
ফেনী:-ফেনীর সোনাগাজীতে পিতার কাছ থেকে টাকা আদায় করতে নিখোঁজ নাটক সাজায় রিদওয়ান আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
প্রযুক্তির ব্যবহার করে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় নিখোঁজ রিদওয়ানকে উদ্ধার করে।
রিদওয়ান পৌরসভার ৭নং ওয়ার্ডের মহিউদ্দিন সেলিমের ছেলে এবং সোনাগাজী আল হেলাল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা আদায়ের জন্য রিদওয়ান নিজেই নিখোঁজ নাটক সাজিয়েছে।
পুলিশ ও তার পরিবার জানায়, গত ২৯ আগস্ট বিকালে পৌরসভার চরচান্দিয়া এলাকায় খেলাধুলা করার জন্য বের হয়ে নিখোঁজ হয় রিদওয়ান আহমেদ। নিখোঁজের পর গত ৫ সেপ্টেম্বর তার বাবা মহিউদ্দিন সেলিম সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৬ সেপ্টেম্বর অজ্ঞাত নাম্বার থেকে রিদওয়ানের বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিদওয়ান বাবার কাছ থেকে টাকা নেয়ার জন্য এ নিখোঁজ নাটক সাজিয়েছে। স্কুলছাত্র ও বয়সের কথা বিবেচনা করতে তাকে মানসিক ও শারীরিক টর্চার না করতে তার পিতাকে নির্দেশনা দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |