আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট : :-জয়পুরহাটে দুই বছওে ২ টি গ্রামের নিরক্ষর পিছিয়ে পড়া নারীরা আজ সবাই নিরক্ষর মুক্ত হয়েছে।
অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম ফাউন্ডেশনের উদ্যোগে স্বাক্ষরতা,বয়স্ক দের, পড়া লেখার প্রশিক্ষন ও সহিহ’ কোরান শিক্ষা দিয়ে আসছে। জেলার সদও উপজেলার সিট হেলকুন্ডা ও সগুনা গ্রামের অশিক্ষিত নারী আজ নিজের নাম নিজেই লিখতে ও পড়তে পারে।
সগুনা গ্রামের মেনুকা জানান এখানে এসে আমি আমার ওস্তাদেও কাছে কোরান পড়া, নিজের নাম স্বাক্ষর করা শিখেছি , ৮২ বছরের সিট হেলকুন্ডা গ্রামের মরিয়াম বেগম জানালেন এই ফাউন্ডেশস এর শিক্ষক আমাকে নাম লিখা শিখিয়েছে\ এখন স্বাক্ষর কওে আমি আমার বিধবা ভাতা তুলতে পারি। একই গ্রামের খাদিজা বিবি জানান আমি এখানে পড়া লেখা কওে কোরান শরীফ খতম করেছি, আমি নিজের নাম, গ্রামের নাম সব কিছু লিখতে ও পড়তে পারি।
আজ রবিবার সিট হেলকুন্ডা গ্রামে স্বাক্ষরতায় অবদান রাখার জন্য পুরুষ্কার প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জেলা বংগবন্ধু পেষাজীবী পরিষদের সভাপতি মাহমুদ হোসাইন, ও সদস্য হোসনে পারভিন পপি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |