উজ্জ্বল রায়, নড়াইল থেকে:-নড়াইল জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আসদ-উজ-জামান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলমসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।