বিডি দিনকাল ডেস্ক:- ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের সাথে সাংগঠনিক টিম প্রধানদের সভা অনুষ্ঠিত হয়েছে। টিম প্রধানগণ তাদের নিজ নিজ সাংগঠনিক অঞ্চলের সর্বশেষ সাংগঠনিক অবস্থা রিপোর্ট করেন। এসময় টিম প্রধানগণ ওয়ার্ড পর্যায়ে তথ্য ফরম বিতরণ অনুষ্ঠানে অব্যাহত পুলিশী হয়রানির কথা জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক টিম প্রধানগণের সাংগঠনিক তথ্য বিস্তারিত অবগত হন।
আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকার ও তার তাবেদার পুলিশ বাহিনীর অব্যাহত প্রতিবন্ধকতার বিপরীতে যে কোন কিছুর বিনিময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিক কার্যক্রম সফল করতে বদ্ধপরিকর। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাংগঠনিক টিম প্রধানগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সকল প্রকার সহযোগিতা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে অব্যাহত থাকবে।
সদস্য সচিব আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যক্রম যে কোন বাধার বীপরিতেই সচল থাকবে। আহবায়ক কমিটির ১ জন যুগ্ম আহবায়ক ও ৪ জন সদস্য সহ প্রায় অর্ধশতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। পাশাপাশি তাদের মুক্তির রাজপথের লড়াই ও আইনি লড়াই অব্যাহত থাকবে। সংগঠনকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করা , বি এন পি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তি, বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠন আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়া। এই আন্দোলনের অগ্রভাগে ঢাকা মহানগর উত্তর বিএনপিই থাকবে ইনশাল্লাহ।