আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ–ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকায় রফিকুল নামের এক ভারতীয় নাগরিককে পিটিয়ে ফেলে গেছে বিএসএফ। গতকাল মধ্য রাতে (সোমবার দিবাাগত রাত) এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম (৩৭) ভারতের নদীয়া জেলার রাখালগাছী গ্রামের বাসিন্দা ও আশারুল মÐলের ছেলে। তাকে ফেরতের বিষয়ে বিএসএফ এর সাথে বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছিলেন রফিকুল ইসলাম। এ সময় ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। তিনি চিৎকার দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের রায়পুর এলাকায় ফেলে যায়। পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল ঝিনাইদহের মহেশপুরের নেপা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বললেও ধারণা করা হচ্ছে অবৈধ কোনো কাজে তিনি সীমান্তে এসেছিলেন। তিনি আরও জানান, রফিকুলকে ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে ভারতীয় পুলিশের মাধ্যমে বাড়িসহ অন্যান্য বিষয় খোঁজ নিয়ে তাকে ফেরত নেওয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |