আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৫
ঢাকা : উপজেলা চেয়ারম্যানরা বিনাভোটে নির্বাচিত, অশিক্ষিত ও থার্ড ক্লাস। এদের কেন শিক্ষিত ইউএনওরা মানবে বলেও প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘আমি ভিপি হয়েছি কিন্তু নিজে নিজেকে ভোট দিতে পারি নাই। আগেই ব্যালট সব ভরা ছিল। আমার বয়স ২৮ বছর হয়েছে, অন্তত দুটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল, কিন্তু একবারও ভোট দিতে পারিনি।’
তিনি বলেন, ‘এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে কেউই নিরাপদ না। তাই সবাইকে নিজের অধিকারের দাবি নিয়ে এগিয়ে আসা উচিত। যেখানে দাবি হবে, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। যার যার জায়গা হতে আমাদের রাজপথে নামতে হবে, এখনই নামতে হবে না।’
এছাড়াও দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে নুর বলেন, ‘সরকার ক্ষমতায় থাকার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দিন স্কুল-কলেজ বন্ধ রেখেছিল। ইদানিং স্কুল-কলেজ খুলে দিলেও বিশ্ববিদ্যালয়গুলো এখনও বন্ধ করে রেখেছে।’
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |