আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৩
ঢাকা : হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে আবীর নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। আবেগঘন মুহূর্তে তারা আপত্তিকর ভিডিওচ্যাট করেন। সেই ভিডিও নিজের মোবাইল ফোনে সেভ করে রাখেন আবীর। একপর্যায়ে সম্পর্কচ্ছেদের পর ওই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে সে টাকা দাবি করে। সেইসঙ্গে অনৈতিক প্রস্তাবও দেয়। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুণী। তিনি রাজধানীর খিলক্ষেত থানায় গিয়ে আকুতি জানান- ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার আগে ওগুলো উদ্ধার করুন প্লিজ, নইলে আমি আত্মহত্যা করব।’ পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও ভিডিও জব্দ করে।
খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন জানান, ভুক্তভোগীর বয়স ১৮ বছর। তিনি গত ৭ অক্টোবর তার মায়ের সঙ্গে থানায় এসে বিষয়টি জানান। এ সময় পুলিশের সহায়তা চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-মেয়ে। তাদের আশ্বস্ত করে এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়।
পুলিশ জানায়, কিছুদিন প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর অন্য ছেলের সঙ্গে তরুণীর প্রেম আছে এমন অভিযোগ তোলে আবীর। এরপর সে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ৩ অক্টোবর হঠাৎ আবীর তরুণীর হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও চ্যাট পাঠায়। এ সময় সে টাকা দাবি করে এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। আর তার দাবি পূরণ করা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। বিস্তারিত জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আবীরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তবে চতুর আবীর ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করতে থাকে। শেষে ৭ অক্টোবর সন্ধ্যায় মিরপুর-১ নম্বর গোলচত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার মেসে গিয়ে মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে আপত্তিকর ছবি ও ভিডিও ক্লিপ জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মেয়েদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আদায়ের কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |