আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৬
বিডি দিনকাল ডেস্ক:-দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে সরকার চরম ভাবে ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত কালোবাজারী ও মুনাফাখোড় সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে আছে। সরকার দলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারনে জনগন চোখে সরষেফুল দেখছে। চাল ডাল তেল চিনি পিয়াজ-সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগনের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ডা. ইরান বলেন, শেখ হাসিনার পতন ছাড়া দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ শেষ হবে না। তাই গনতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দল-মত, জাতি-ধর্ম নিবিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আজ (সোমবার) বিকালে সৈয়দপুর প্লাজা মিলনায়তনে নিলফামারী জেলা লেবার পার্টি আয়োজিত ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিলফামারী চেম্বার অফ কমার্সের পরিচালক মতিয়ার রহমান দিলু, জেলা লেবার পার্টির সহ-সভাপতি ইকবাল বারী, শাইফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ইনসাফ সভাপতি মকসুদ হোসেন, লেবার পার্টির যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবদুল হামিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, জেলা সদস্য আফতাব উদ্দিন, আকরাম হোসেন প্রমুখ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |