আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৬
বিডি দিনকাল ডেস্ক:-সরকারের ভেতরেও সরকার আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান৷ তিনি বলেছেন, সরকারকে দুর্বল করে রাখার জন্য অতি উৎসাহী একটি মহল খেলছে।
জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘‘একটি অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেয়িং আ গেইম (তারা একটি খেলা খেলছে)৷ এটাকে অনেক সময় বলা হয়, সরকারের ভেতর সরকার থাকে যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দেয়ার বেনিফিট (তারা তাদের সুবিধা আদায় করতে পারে)৷” তবে আওয়ামী লীগ এতো দুর্বল নয় বা আওয়ামী লীগ জনগণ থেকে এতো বিচ্ছিন্ন নয় যে ক্ষমতায় আসতে হলে কোন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা লাগবে তার, বলেন শামীম ওসমান৷
গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘‘আমার ক্ষেত্রে আমি বলব যে আমরা (আমি) জনগণের ভোটে হয়েছি৷ আমি তো সব জায়গায় ছিলাম না৷ আর একথাও বলব না যে কোন অনিয়ম হয়নি৷” অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সফলতাকে থামিয়ে দিতে কেউ কেউ কোন কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়েছে৷
নারায়ণগঞ্জে মাদকের প্রসার ঠেকাতে নিজের কাজের কথা উল্লেখ করে শামীম উসমান বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাদক ঠেকাতে কাজ করছেন৷ তবে এ বিষয়ে নানা প্রতিবন্ধকতার কথাও বলেন তিনি৷ ‘‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিকল্পনামাফিক কাজ করেছি৷ তবে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আর কিছুই করার থাকে না৷ দায় এসে পড়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের উপর৷”
কোভিড -১৯ মোকাবেলায় ৬৪ জেলায় সচিবদের দায়িত্ব দেয়া হয়েছে৷ সরকারে এমন সিদ্ধান্ত সংসদ সদ্যসরা যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণ করে কিনা, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘‘এমপিদের দায়িত্বই তো জনগণের পাশে থাকা৷ আর এটি প্রধানমন্ত্রীর সাফল্য যে সর্বোচ্চ পর্যায়ের আমলাতন্ত্রকে তিনি… (এখানে যুক্ত করেছেন)৷”
দেশ পরিচালনায় সরকার কতোটা সফল বা ব্যর্থ এমন প্রশ্নের উত্তরে শামীম উসমান বলেন ‘‘সরকারের কাছে আমার প্রশ্ন ২০০১ সালের পর ধর্ষণের ঘটনার, ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনার বিচার হলো না কেন?”
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |