আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৪
বিডি দিনকাল ডেস্ক:- বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান ওরফে নাঈমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নুরুল আক্তার নামের এক ব্যক্তি নালিশি মামলা করেন। আদালত এই মামলা রেকর্ড করার জন্য দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ড করতে দক্ষিণখান থানাকে নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান বলেন, ‘বুধবার আদালতের আদেশ পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কাউন্সিলর আনিসুর রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মো. রাজু ও মো. মাসুদ।
মামলায় নুরুল আক্তার দাবি করেছেন, তিনি ‘আশকোনা গাওয়াইর পরিষ্কার–পরিচ্ছন্নতা জনকল্যাণ প্রকল্প’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ১৯৯০ সাল থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি, দোকান, মার্কেট, বাজার, রাস্তা ও পুল থেকে ময়লা–আবর্জনা সংগ্রহ ও অপসারণের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কাউন্সিলর আনিসুর রহমানের নির্দেশে মামলার আসামি রাজু ও মাসুদ তাঁর কাছ থেকে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় বর্জ্য সংগ্রহের কাজে ব্যবহৃত তাঁর প্রতিষ্ঠানের চারটি ভ্যানগাড়ি নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালকদের মারধর করা হয়েছে। নিয়মিত চাঁদা না দিলে মেরে ফেলা ও গুম করার হুমকি দেওয়া হয়।
মামলার বিষয়ে কাউন্সিলর আনিসুর রহমান বলেন, কেউ চাঁদাবাজি করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে তাঁর বিরুদ্ধে যে মামলা হয়েছে, এ অভিযোগ বিষয়ে তিনি কিছু জানেন না।
এই বছরের জুন-জুলাইতে তিনি এলাকার উন্নয়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ বক্তব্য রাখেন ,যখন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |