আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৯
বিডি দিনকাল ডেস্ক:- মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চট্টগ্রাম মহানগর খুলশী থানা শাখার সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন বাবু গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দূঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপিশুণ্য করতে এখন মাঠে নেমেছে। কর্তৃত্ববাদী সরকার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ণ চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিতে সাহস না পায়। সর্বোপরি বিশে^র গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দু:শাসনের বর্তমান হিং¯্ররুপ দেখে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতংক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চট্টগ্রাম মহানগর খুলশী থানা শাখার সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন বাবু’র জামিন নামঞ্জুর এবং তাকে কারাগারে প্রেরণ তরুণ নেতৃত্বকে ধ্বংস করারই নিরবচ্ছিন্ন অংশ। ধারাবাহিকভাবে এই ধরণের অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা প্রমান করে-বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। মহামারী করোনা কালেও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-নিপীড়ণে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটিতে বাকশালী শাসন কায়েম করার লক্ষ্যে তারা এখন উন্মত্ত কায়দা অবলম্বন করে তা বাস্তবায়নের পথে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। নির্দয় আচরণের পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও বানোয়াট মামলা দায়ের এবং জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ইত্যাদি ঘৃন্য নজীর স্থাপন করেছে আওয়ামী সরকার।”
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চট্টগ্রাম মহানগর খুলশী থানা শাখার সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন বাবু’র বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |