বিডি দিনকাল ডেস্ক :- ক্যাবল অপারেটর অথবা মাল্টি সার্ভিস অপারেটররা শুক্রবার রাত পর্যন্ত ঘরোয়া বৈঠকের পর জানিয়ে দিল- বাংলাদেশ সরকার ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা একান্তভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। রাষ্ট্রই পারে এ ব্যাপারে কথা বলতে। চ্যানেলগুলোর কোর্টে বল ঠেলে দিয়ে তারা বলেছে, চ্যানেল ক্লিন ফিড পাঠাবে কিনা সেটা তাদের ব্যাপার। রাত সাড়ে আটটায় ইনফরমাল মিটিং-এর শেষে এমএসও পক্ষের এক মুখপাত্র জানান, বিষয়টি আরও গভীর ও ব্যাপক আলোচনার দাবি রাখে যা হতে পারে শনিবার। (বিস্তারিত শুনুন অডিওতে)