আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৭
বিডি দিনকাল ডেস্ক :- কোনো পদ-পদবীর জন্য রাজনীতিতে আসেননি বলে মন্তব্য করেছেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। আমার বিদেশ যাওয়া নিয়ে অনেক পত্রিকায় মিথ্যা সংবাদ এসেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্যই রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য।
ইশরাক হোসেন বলেন, দেশে এখন চরম সংকট চলছে, মানুষের কোন অধিকার নেই। আজীবন মানুষের কল্যানে, মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই ঢাকার মাটিতে আমার জন্ম, এই ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না।যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই আমি মরবো।
উল্লেখ্য, প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে সম্প্রতি দেশে ফিরেন ইশরাক হোসেন। সোমবার বিকেলে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। এ সময় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ইশরাক।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |