আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৯
এস, এম,মনির হোসেন জীবন – রাজধানীর অদূরে আমিনবাজার সংলগ্ন তুরাগ নদের কয়লার ঘাট এলাকায় ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনার ৩২ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেছে বিআইডব্লিওটিএ । কিন্তু এঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন ও পর্যন্ত উদ্বার অভিযান চলমান রয়েছে।
আজ বিকেল সোয়া ৫ টা পর্যন্ত তুরাগ নদ থেকে চার শিশু ও এক নারীসহ মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ দু’জনের সন্ধান পাওয়া যায়নি। তারা দ্বিতীয় দিন এখনও নিখোঁজ রয়েছে।
আজ রোববার বিকেল সোয়া ৫ টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরাগ নদে ট্রলার দু্র্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচেছ – শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)। বাকী অত্তাত একজনের নাম জানা যায়নি। অভিযান শেষে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তুরাগ নদের কয়লার ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনার দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এখনও দুই জন নিখোঁজ রয়েছে।
এদিকে, আজ রবিবার দুপুর দেড়টায় নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন দু্র্ঘটনা কবলিত এলাকায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বলেন, গাবতলি সংলগ্ন আমিনবাজার এলাকায় তুরাগ নদে কয়লার ঘাটে যাএীবাহী ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো আমরা আজ ভোর ৬ টা থেকে উদ্ধার অভিযান শুরু করি কিন্তু দুপুর পর্যন্ত আমরা কাউকে উদ্ধার করতে পারিনি। এরপর অভিযান সমাপ্ত ঘোষণা হলেও আশেপাশের দুই-তিন কিলোমিটার এলাকা সার্চ করা হবে।
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, সব বিষয় পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে এ বিষয়ে নৌ-পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
স্থানীয় লোকজন ও এলাকাবাসিদের উদ্বতি দিয়ে নৌ পুলিশের এ কর্মকর্তা আরো জানান, নৌকার যাত্রীদের মধ্যে এখনো দুজন নিখোঁজ। ট্রলারটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড শনাক্ত করতে পারেনি নৌ-পুলিশ।
ফায়ার সার্ভিস ও নৌ- পুলিশ সূএে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে তুরাগ নদে কয়লার ঘাট এলাকায় মাঝ নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনার বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় ওই নৌকার নারী- শিশুসহ ১৭/১৮ জন যাএী ছিল।এসময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে আসলে শিশু নারীসহ মোট ৭ জন নিখোঁজ হয়। এরপর তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার সকাল থেকে বিকেল নাগাদ চার শিশু ও এক নারীসহ মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলোস্বল্পতার কারণে সন্ধা ৬ টায় প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। আজ রোববার ভোর ৬ টা থেকে দ্বিতীয় দিনের মত উদ্বার অভিযান শুরু করা হয়। দু্র্ঘটনার খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মো, আবুল বাশার ও সহকারী পরিচালক ঢাকা আব্দুল হালিম। এ অভিযানে নেতৃত্ব দেন “দি লাইফ শেভিং ফোর্স” বাহিনীর সহকারী পরিচালক আব্দুল হালিম।
এদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, নদীতে তীব্র স্রোতের কারণে মরদেহ ভেসে দূরে চলে যেতে পারে। এক্ষেত্রে স্থানীয় মানুষদের সহায়তা চাওয়া হয়েছে। কোনো মরদেহ ভাসতে দেখলে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
অপর দিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা বিআইডব্লিউটিএর গাবতলী ল্যান্ডিং স্টেশনে সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় তুরাগ নদ থেকে এখনও পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |