- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে দাফন করা লাশ কবর থেকে সাড়ে তিন মাস পর উত্তোলন
রাণীশংকৈলে দাফন করা লাশ কবর থেকে সাড়ে তিন মাস পর উত্তোলন
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২১ ৪:২৪ পূর্বাহ্ণ
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।মৃত্যুর সাড়ে তিন মাস পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের হোসেন আলির( ৭৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উত্তোলন করা হয়েছে। (১০ অক্টোবর রবিবার) সোয়া ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার( সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসির উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের
হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাড়ীর
বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ নিয়ে গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে লাশ উত্তোলন করে পুলিশ । এ বিষয়ে ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।
Please follow and like us:
20 20