আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:- এবার ক্রেতা সেজে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-পটুয়াাখালী জেলার নিজ তাতেরকাটি এলাকার জুয়েল এর স্ত্রী রিনা খাতুন ও ময়মনসিংহ জেলার রামভদ্রপুর এলাকার মাহবুবুল আলীর স্ত্রী তাহমিনা খাতুন।ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা ও আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ আড়পাড়া গ্রামে যান। প্রথমে তাদেরকে না পেয়ে এক পর্ষায়ে পুলিশের দুই সদস্য মোবাইলে ক্রেতা সেজে ওই দুই মহিলা মাদক ব্যাবসায়ীর ভাড়া বাড়ির সামনে হাজির হন। এরপর ডিবি পুলিশ তাদেরকে আটকের পর তল্লাশী চালিয়ে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরো জানান, আটককৃতরা দির্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যাবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জ থেকে ডিবি পুলিশের হাতে আটক দুই নারী মাদক ব্যাবসায়ীকে থানায় সোপর্দ্দ করেছে। শুক্রবার বিকালে তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |