- প্রচ্ছদ
-
- আইন/আদালত
- নড়াইলে পুলিশের মামলায় যাবজ্জীবন কারাদন্ড
নড়াইলে পুলিশের মামলায় যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: -নড়াইলে মাদক মামলায় মোঃ আজহারুল ইসলাম বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৭ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
আসামী হলেন সাতক্ষীরা জেলার কলারোয় থানার দিগং বিশ্বাসপাড়া এলাকার খোরশেদ আলী বিশ্বাসের ছেলে মো. আজহারুল ইসলাম বিশ্বাস । রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামিকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় এ এস আই সুজন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় ৯জন স্বাক্ষীর স্যক্ষর গ্রহণ শেষে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
Please follow and like us:
20 20