আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৫
বিডি দিনকাল ডেস্ক :- কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবরের জেরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মূলত ঐঘটনায় কতজন নিহত হলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সূত্র থেকে ভিন্ন তথ্য পাওয়া যায় । হাজীগঞ্জ বাজারের ঐদিন যারা ছিল তাদের অনেকেই ভয়ে মুখ খুলছেন না ।
মারা যাওয়া যুবকের নাম সাগর। তিনি ট্রাকচালক ছিলেন। হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডসংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।
সাগরের বাবা মো. মোবারক হোসেন জানান, গত বুধবার রাতে তাঁর ছেলে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। পরে তাঁকে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আজ সকাল সাড়ে সাতটায় তাঁর মৃত্যু হয়।
সাগরের মা আমেনা বেগম বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সাগর হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা সুমন মাঝির মেয়েকে বিয়ে করেন। তাঁর এক কন্যাসন্তানও আছে।
সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, লাশটি এখনো ঢাকা থেকে আসেনি।
১৩ অক্টোবর রাত সোয়া আটটায় হাজীগঞ্জ পৌর এলাকায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে লক্ষ্মীনারায়ণ আখড়ায় ঢিল ছোড়া হয়। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালায়। এ ঘটনায় চারজন নিহত হন। আজ আহত ওই যুবকের মৃত্যুর ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫। আহত হয়েছিলেন পুলিশসহ অন্তত ৫০ জন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |