আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৩
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় কাভার্ডভ্যান চাঁপায় রুহুল আমিন নামের এক পত্রিকার হকার নিহত হয়েছে। ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
বুধবার ভোরে আশুলিয়ায় নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। সে আশুলিয়া ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে পত্রিকার হকার পেশায় কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পার হচ্ছিল রুহুল আমিন। এসময় দ্রæত গতির একটি কাভার্ডভ্যান তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়ণা তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি এক্সিডেন্টাল ডেথ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |