আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫১
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকাল ১০ টায় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক এম.এ সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (টাঙ্গাইল-৮) বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও টাংগাইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক রাসেল খানসুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন,সহ-সম্পাদক মোরশেদ মজনু, সদস্য সুলতান মাহমুদ বাবুল ও রাজু আহমেদ সহ আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ ও যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমানে নতুন শক্তি নিয়ে জেগে উঠছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।দেশের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারীরা রোধ করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ আগামী ১১ নভেম্বর সখিপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ ও নির্দেশ দেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |