আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২১
বিডি দিনকাল ডেস্ক :- নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলংকা। ৪৫ রানের মামুলি স্কোর তাড়ায় বেশি সময় নেয়নি লংকান ব্যাটসম্যানরা।অবশ্য এই ৪৫ রান করতে দুই উইকেট হারিয়েছে লংকানরা। তবে জয় পেতে তারা বেশি বল নষ্ট করেনি।
শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে ডাচরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১০ ওভারে ৪৪ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
দলের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন কলিন ম্যাকারম্যান। ১০ রান করেন বেন কুপার। এছাড়া বাকি ৮ ব্যাটসম্যানকে দুই অঙ্কের ফিগার রান করতে দেননি লংকান বোলাররা।
৪৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৫ বলে শূন্য রানে ফেরেন এ ওপেনার।
তিনে ব্যাটিংয়ে নেমে ৬ রানের বেশি করতে পারেননি চারিথ আসালঙ্কা। দলীয় ৩১ রানে ফেরেন তিনি।
তবে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে যান অন্য ওপেনার কুশাল পেরেরা। দলের জয়ে ২৪ বলে ৬টি চারের সাহায্যে ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন আভিস্কা ফার্নান্দো।
এই ম্যাচের আগেই মূলপর্বের খেলা নিশ্চিত হয়ে গেছে শ্রীলংকার। নিজেদের প্রথম দুই খেলায় জিতে আগেই বিশ্বকাপের মূলপর্বের টিকিটি নিশ্চিত করে তারা।
অন্যদিকে এ ম্যাচের আগেই নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে যায়। নিজেদের প্রথম দুই খেলায় হেরে আগেই ছিটকে যায় ডাচরা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |