আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৬
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-কুড়িগ্রামে আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা সমূহের ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
গত ১৪ অক্টোবর এসব ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার ০৮টি ইউনিয়নের মধ্যে হলোখানা ইউনিয়ন পরিষদে মোঃ আজিজুল ইসলাম, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদে মোঃ রেদওয়ানুল হক দুলাল, বেলগাছা ইউনিয়ন পরিষদে মোঃ লিটন মিয়া, মোগলবাসা ইউনিয়ন পরিষদে মোঃ এনামুল হক, পাঁচগাছী ইউনিয়ন পরিষদে মোঃ আমীর হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদে মোঃ সাখাওয়াত হোসেন, ঘোগাদহ ইউনিয়ন পরিষদে মোঃ শাহ আলম মিয়া, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদে মোঃ গোলাপ উদ্দিন মাস্টার।
নাগেশ্বরী উপজেলায় নারায়নপুর ইউনিয়ন পরিষদে মোঃ জহরুল হক, বল্লভের খাস ইউনিয়ন পরিষদে শ্রী অমিত কুমার, কচাকাটা ইউনিয়ন পরিষদে মোঃ রুহুল আমিন, কেদার ইউনিয়ন পরিষদে মোঃ মাহাবুর রহমান, রামখানা ইউনিয়ন পরিষদে আব্দুল আলীম (চেয়ারম্যান), সন্তোষপুর ইউনিয়ন পরিষদে মোঃ লিয়াকত আলী লাকু (চেয়ারম্যান), রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে মোঃ মাসুম (চেয়ারম্যান) , বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে মোঃ মাইনুল হক প্রধান, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদে মোঃ সোলায়মান আলী, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদে জুলফিকার সর্দার বাবু, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদে মোঃ আব্দুল আলীম, নেওয়াশি ইউনিয়ন পরিষদে মোঃ মাহফুজার রহমান মুকুল, হাসনাবাদ ইউনিয়ন পরিষদে আলহাজ্ব ইদ্রিস আলী, নুনখাওয়া ইউনিয়ন পরিষদে মোঃ আমিনুর রহমান।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে মোঃ হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদে মোঃ এজাহার আলী, ফুলবাড়ী সদর ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন পরিষদে আতাউর রহমান মিন্টু, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আলী শেখ, কাশীপুর ইউনিয়ন পরিষদে মোঃ রিয়াজুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |