আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৩
ময়মনসিংহ:- গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা অসম্ভব বলে দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা বলেন, দেশে এখন মহাসংকট চলছে। সাধারণ মানুষের কোন বাক স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই। রাতের ভোটের সরকার দেশে দুঃশাসন কায়েম করে রেখেছে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) বার্ষিক সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় জেইউএম সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম. আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি মোতাহার হোসেন, রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, শফিউল আলম দোলন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন যশোরে সভাপতি আইউব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, কক্সবাজারের সাধারণ সম্পাদক আনসার হোসেন, কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দিনাজপুরের সাধারণ সম্পাদক আতিউর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, মত প্রকাশের অধিকার সৃষ্টিকর্তা প্রদত্ত। এ অধিকার কেউ হরণ করতে পারে না। অথচ বর্তমান সরকার নানা কালা-কানুন মাধ্যমে এ অধিকার হরণ করে রেখেছে। এ সরকার ক্ষমতায় থাকলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে কোন লাভ হবে না। তাই বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে হবে।
তিনি আরো বলেন, একজন প্রতিমন্ত্রী সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার দাবি জানানোর পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সরকার মীমাংসিত বিষয়কে ইস্যু বানিয়ে সুবিধা নেয়া অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ সময় বিএফইউজে সভাপতি এম. আবদুল্লাহ বলেন, গণমাধ্যম এখন শৃংখল দিয়ে আটকানো। মামলা হামলা দিয়ে সাংবাদিকদের লেখনি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত তিন মাসে ৮০ জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন। সরকারের রোষানলে পড়ে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মিথ্যা মামলায় কারাবন্দি। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার হলেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।
বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, কালা কানুন বাতিল করা ছাড়া গণমাধ্যম মুক্ত ভাবে কাজ করতে পারবে না।
এর আগে দুপুরে একই স্থানে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেইউএম সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম. আব্দুল্লাহ। এতে প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন।
এর আগে জেইউএম’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ নজীব আশরাফ সংগঠনের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম, ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল মামুন, শহীদুল্লাহ্ মিয়াজি, শফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর সহ বিএফইউজে ও অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |