আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫
চাঁদপুর :-চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে অপপ্রচার করায় দুইটি আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর মডেল থানায় ডায়েরি করেন চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে মিলি সুলতানা ও জাইমা রহমান নামে পেজ থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে এটা মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ডা. দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে।
সাধারণ ডায়েরির সঙ্গে উক্ত ফেসবুক অ্যাকাউন্ট, পেজের লিংক, মিলি সুলতানা এবং জাইমা রহমানের মন্তব্যের ফটোকপি জমা দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, সাধারণ ডায়েরির মাধ্যমে আমরা অভিযোগ জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ইতিমধ্যে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক আটক হয়ে কারাগারে আছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |