আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২০
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “আবদুস সালাম মাষ্টারের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া ধার্মিক, পরোপকারী, আদর্শনিষ্ঠ শিক্ষক ও সজ্জন মানুষ হিসেবে তিনি এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম আবদুস সালাম মাষ্টারকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব আব্দুল কাদির ভুইয়া জুয়েল শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |