আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৭
বিডি দিনকাল ডেস্ক :- ২০১৫ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপের পরপরই সিরিজটিতে তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরইমধ্যে বাবর আজমের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির ঘোষিত ১৮ সদস্যের দলে নেই পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ হাফিজ। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইফতেখার আহমেদ। সুযোগ পেয়েছেন খুশদিল শাহ ও হায়দার আলী। তাছাড়া বিশ্বকাপ খেলুড়ে স্কোয়াডই বাংলাদেশ সফরে আসবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ই নভেম্বর। ফাইনালে উঠতে পারলে সেই ম্যাচটি খেলেই বাংলাদেশে আসবে পাকিস্তান।১৯শে নভেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ।
পরের দুই ম্যাচ হতে ২০ ও ২২শে নভেম্বর। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৬শে নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয়টি শুরু হবে ৪ঠা ডিসেম্বর।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, সরফরাজ আজমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক ও ওসমান কাদির।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |