আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৪
সংযুক্ত আরব আমিরাত থেকে মাহাবুব হাসান হৃদয় :-দুবাইতে কুড়িয়ে পাওয়া ৩ লক্ষ পঞ্চাশ হাজার রেয়াল পুলিশকে ফেরত সততার প্রমান দিলেন বাংলাদেশী মোঃকফিল উদ্দিন মুহুরী। দুবাই দের নাইফ এলাকার বাসিন্দা চট্রগ্রাম ফটিকছড়ির থানা’র গোপাল ঘাটা গ্রামের দুলামিয়া মুহুরী বাড়ির মোঃকফিল উদ্দিন মুহুরী সম্প্রতি রাস্তার পাশ্বে একটি কালো ব্যাগ কুড়িয়ে পায়।যে ব্যাগটিতে রয়েছেছিলো সৌদি মুদ্রা ৩ লক্ষ পঞ্চাশ হাজার রেয়াল।বাংলা টাকায় যার পরিমান প্রায় ৮৫ লক্ষ।টাকাগুলি পেয়ে তিনি সাথে সাথে নিকটবর্তী নায়েফ পুলিশ স্টেশনে ফেরত দিলে নায়েফ থানার পরিচালক ব্রিগেডিয়ার ডক্টর তারিক মোহাম্মদ নুর তাহলাক দুবাই পুলিশের পক্ষথেকে কফিল উদ্দিন মুহুরী’কে সততা ও সহযোগিতার জন্য প্রশংসাপত্র ও একটি মোবাইল ফোন উপহার দিয়ে সম্মান জানান।
ব্রিগেডিয়ার তাহলাক বলেন দুবাই পুলিশের কমান্ডার-ইন-চীফ মান্যবর লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ খলিফা আল মারির নির্দেশনা এবং বিশেষজ্ঞ মেজর জেনারেল খলিল ইব্রাহিম আল মানসৌরি, সহকারী কমান্ডার-ইন-এর অনুসরণে। দুবাই পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্সের প্রধান এর পক্ষথেকে মোঃকফিল উদ্দিন মুহুরী’কে পুরস্কৃত করা হচ্ছে।
তিনি আরো বলেন “দুবাই পুলিশ উপলব্ধি করে যে সমাজের সকল অংশের সহযোগিতা অত্যাবশ্যক এবং সমাজকে রক্ষা করতে এবং তাদের সুখ নিশ্চিত করতে বাহিনীর প্রচেষ্টায় সক্রিয়ভাবে অবদান রাখে,”।
তার নৈতিক আচরণ, সততা এবং ভাল আচরণের স্বীকৃতিস্বরূপ,মোঃকফিল উদ্দিন মুহুরী’কে একটি বিশেষ অনুষ্ঠানে প্রশংসার সনদ এবং একটি প্রতীকী উপহার প্রদান করা হয়, যেখানে নায়েফ থানার উপ-পরিচালক কর্নেল ওমর আশুর এবং স্টেশনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোঃকফিল উদ্দিন মুহুরী’কে পুলিশ কর্তৃক সম্মানিত হওয়ায় তার গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তিনি দুবাই পুলিশ জেনারেল কমান্ডকেও ধন্যবাদ জানান সমাজকে রক্ষা করার জন্য তাদের আগ্রহ এবং ভালো কাজের প্রশংসা করার জন্য।তিনি আরটিভিকে জানান আমরা অত্যন্ত ধার্মিক ও রক্ষণশীল পরিবারের সন্তান।তাই কুড়িয়ে পাওয়া টাকা উপযুক্ত মালিক না পেয়ে,থানায় হস্তান্তর করা আমার নৈতিক দ্বায়িত্ব।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |