আজ বুধবার | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রমজান, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:২২
ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মোঃ মনোয়ার হোসেন (৫০)কে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।
আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মোঃ মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি। মোঃ মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ২৪ খ্রি. আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।
আদাবর থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মোঃ মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বুধবার, ১২ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:১০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২১ অপরাহ্ণ |