আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৪
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৃহস্পতিবার শান্তিপুর্ন পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা। কোন অরাজতা সৃষ্টি হয়নি। অনেকটা উৎসক মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে মেম্বর প্রার্থীদের মধ্যে দ্বন্দের কারণে নাটিমা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে ও আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর কেন্দ্রে বিকাল পোনে চারটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এই দুই কেন্দ্রে ভোট শুরুর আগ থেকেই উত্তেজনা চলে আসছিল। এদিকে এসবিকে ইউনিয়নের শাহবাজপুর ভোট কেন্দ্রের বাইরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে কাকন আতিয়ার ও কেষ্ট নামে ৩ জন আহত হন। জাল ভোট প্রদানের সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিনের নির্দেশে জাহানারা নামে এক যুবতীকে আটকে রাখা হয়। মহেশপুরের সীমান্তবর্তী মুন্ডুমালা যুব কৃষি ক্লাব ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়াসহ আধিপত্য বিস্তার নিয়ে নৌকা ও বিদ্রোহী প্র্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, উভয় পক্ষ ইটপাটকেল ছুড়ে একে অপরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। এসময় কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহেশপুরে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে ইউপি ভোট সম্পন্ন হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |