আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৫
বিডি দিনকাল ডেস্ক :- দক্ষিন খান থানা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন সাগরের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান। এছাড়াও মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান
ছাগির , হাফিজুল হাসান শুভ্র, এ বি এম রাজ্জাক। কর্মী সভা সঞ্চালনা করেন দক্ষিন খান থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর আলী।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন অসম্ভব। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অনিবার্য। দেশের এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরী। যোগ্য ও পরিক্ষীতদের নেতৃত্বে আন্দোলনমুখী নেতৃত্ব বাছাই করতে ঢাকা মহানগর উত্তর বি.এন.পি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সচেষ্ট।
প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। এজন্য বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে বাধাগ্রস্থ করাই তাদের লক্ষ্য। কিন্ত কোন বাধাই বিএনপির জনপ্রিয়তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি অতীতের যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অন্যতম প্রত্যাশা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শক্তিশালী সংগঠনের কোন বিকল্প নেই। সংগঠনের নেতৃত্ব নির্বাচনে তৃণমূল মতামতই চূড়ান্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই আন্দোলনের অগ্রভাগে থাকবে ঢাকা মহানগর উত্তর বি.এন.পি ।
বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান ওয়ার্ডের সকল পর্যায়ের বি এন পির নেতা কর্মীদের সভা সফল করার জন্য ধন্যবাদ জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ শরীফ, সদ্য বিলুপ্ত ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন রাজু, সদ্য সাবেক ওয়ার্ড সভাপতি শাহ আলম মেম্বার,মো রনি ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |