- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- রিজভীর সুস্থতা কামনায় দোয়া চাইলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি
রিজভীর সুস্থতা কামনায় দোয়া চাইলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ
কামরুল হাসান বাবলু :-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদের অসুস্থতায় তাৎক্ষণিক তার সুস্থতা কামনায় দোয়া চেয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ,সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আনজু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,যুগ্ম সম্পাদক এ বি এম সামসুল হক সামসু ও দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক।
নেতৃবৃন্দরা বিবৃতিতে বলেছেন ,রুহুল কবির রিজভী আহম্মেদ জিয়া পরিবারে অতেন্দ্র প্রহরী ।তিনি বিএনপির প্রাণ। দেশের এই দুঃসময়ে রিজভী আহম্মেদের সুস্থতা খুবেই জরুরি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। সেই সাথে আমাদের মহানগর উত্তর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে রিজভী আহম্মেদের জন্য দোয়া কামনা করছি।
অন্যদিকে তাৎক্ষণিক রিজভী আহম্মেদের অসুস্থতার খবরে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দিকনির্দেশনা দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান জননেতা তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ এবং রিজভীকে দেখতে হাসপাতালে যাওয়ায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগরীর নেতৃবৃন্দরা।
এইদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ ।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা করলে প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয় ।এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবেএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিতসকরা নিবিড় পর্যবেক্ষন রেখেছেন।হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিতসা হচ্ছে।
Please follow and like us:
20 20