সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ওসির প্রতিনিধি এস আই মমিনুল ইসলাম। এ ছাড়াও সভায় অন্য কর্মকর্তা, জন প্রতিনিধি,রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জীতেন্দ্রনাথ বর্মণ ও জমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কুসমত আলী, ফারুক হোসেন, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে এলাকায় সম্প্রতি মোটর সাইকেল চুরি বৃদ্ধি, মাদকের অনিয়ন্ত্রিত পরিস্থিতি মিথ্যা হয়রানি মূলক মামলা ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। এসআই মমিনুল তার বক্তব্যে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।