আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৬
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ–ইউটিউব দেখে ঝিনাইদহে উদ্ভাবনী কৃষি যানবাহন তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এক যুবক। করোনার এই মহামারিতে অবসর সময়ে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে এ কৃষিযান। মাত্র দুই মাসের ব্যবধানে বাবার সহযোগিতায় তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সুবহান শাহের ছেলে রাকিবুল ইসলাম। বসতবাড়িতেই ওয়ার্কশপের কাজ করে মাত্র তিন লক্ষ টাকার যন্ত্রাংশ ক্রয় করে দুই মাসের ব্যবধানে এ যানবাহন তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান সুবহান শাহ। ইতোমধ্যে তৈরিকৃত গাড়িটি বিক্রয় করা হয়েছে এবং নতুন একটি তৈরি করার জন্য পরিকল্পনা করছে বলে তারা জানান। রাকিবুল আরও জানান, সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আরও কৃষি যানবাহন তৈরি করবে। এলাকাবাসী মোঃ আনোয়ার মোল্লা বলেন, এলাকায় এমন একটি উদ্ভাবনী কৃষিযন্ত্র তৈরি করে এলাকার মানুষের কৃষিকাজের যানবাহন ব্যবস্থা সহজ করে দিয়েছে। সত্যিই আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমরা আশা রাখি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এরকম যানবাহন তৈরি করে কৃষকের আরও বেশি উপকারে আসবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |