- প্রচ্ছদ
-
- জন্মদিন
- আজ প্রবাসীর বন্ধুর জন্মদিন!
আজ প্রবাসীর বন্ধুর জন্মদিন!
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২০ ৪:৫৭ অপরাহ্ণ
রিসান রেজা মোঃ সাহেদ:-সমুদ্রে ছুটে চলা বিভিন্ন জাহাজ যেন মাঝ সাগরে দিক হারিয়ে দিকভ্রান্ত না হয় এজন্য গভীর সাগরের কোন কোন জায়গায় লাইট হাউজ বসানো হয়। সেই লাইট হাউজগুলোর দায়িত্ব পড়ে লাইট হাউজ কিপারের উপর। লাইট হাউজ কিপার পরবার পরিজন ছেড়ে সেই লাইট হাউজ থেকে আলো জ্বালিয়ে জাহাজগুলোকে দিক দেখান। সেই কাজটি করতে গিয়ে কেউ প্রাণ হারান, আবহাওয়ার সাথে যুদ্ধ করন, একাকীত্বে ভুগে কেউ কেউ বিলীন হয়ে যান। যেমন স্কটল্যান্ডে ১৯০০ সালে ৩ জন নিখোঁজ হয়েছেন, কেউবা পাগল হয়েছেন, কেউ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি৷ তবুও তাঁদের জ্বালানো আলোয় পথ দেখেছে হাজারো নাবিক, ক্রু কিংবা যাত্রীরা। কাজটা আরও কঠিন ছিল যখন বিদ্যুৎ এমন বহুল ব্যবহার ছিল না। তবুও তাঁরা থেমে ছিলেন না। তাই এই মানুষগুলো একেকজন আমার কাছে হিরো।
কাজ করতে এসে এমন একজন মানুষের সাথে পরিচয় হয় ২০১৭ এর নভেম্বর কক্সবাজার সফরে। সেখান থেকে ফিরেই দেখছি এই মানুষটা কাজকে ভাল লাগা বানিয়ে হাসতে হাসতে লাজ করেছেন। নিজে অভিবাসী ছিলেন তাই ফিরে এসে অভিবাসীদের কথা ভেবেছেন। এই সমাজে ব্যর্থ মানুষকে নিয়ে যখন হাসি তামাশায় মেতে উঠে ঠিক তখনি পরিস্থিতির শিকার বা নিজেকে ব্যর্থ ভাবা এই অভিবাসীকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে ছুটে যান এই মানুষটি। কখনো বাড়িয়ে দেন নিজের মোবাইল ফোন, খাবার পানি, খাবার। তাদের সমস্যার কথা জানান নিজের প্রতিষ্ঠানকে যাতে তাদের জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনে ফেরত আসা অভিবাসীদের হাসপাতালে নেওয়া, মানসিক হাসপাতালে পর্যন্ত নেবার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় তাঁকে৷ এগুলোর বেশিরভাগই আবার ৯-৫ টার ডিউটি নয়। যখন এমন কোন ফ্লাইট বা ফেরত অভিবাসী আসেন তখনই ছুটতে হয় তাঁকে। মাঝে মাঝে ফিরে আসা মানুষের কষ্ট তাঁকে কাঁদায়। নিজে ভীষণ মন খারাপ করে থাকেন। সামনে আগাতে সাহস পান না ফিরে আসা কোন এক আদুরির মামা, কোন এক চায়নার ভাই টা৷ তাই এই মানুষটি কষ্ট টা কাউকে।না দেখিয়ে লাইটহাউজ হয়েই যেন আলো দিয়ে চলেছেন এই লাইট হাউজ কিপার। তবে অন্যের কষ্ট শুনতে গিয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেছেন যেন আরু শাণিত হতে পারেন। আর এমন একজন আলোকিত মানুষের তো সামান্য যাত্রা বিরতিই বঞ্চিত করে অনেক অসহায় মানুষকে। আর থামা তো দূরের কথা। তাই আমাদের নয়ন ভাই থামেন না। লাইট হাউজ কিপারদের যে থামতে নাই।
আজ আমাদের নয়ন ভাইয়ের জন্মদিন। এভাবেই বিলিয়ে দিন নিজেকে। বিমানবন্দরে মানুষগুলোর আপনার প্রতি যে কৃতজ্ঞতা তার মধ্যে কোন অভিনয় নেই। ঐ হাসিটা যে সত্যিই অমূল্য এক হাসি ভাই। আগামি সুন্দর হোক।
( লেখক: ইনফরমেশন অফিসার এন্ড কাউন্সেলর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।)
Please follow and like us:
20 20