মোঃআলম হোসেন :- জিয়াউর রহমানের অনুপস্থিতিতে যখন বিএনপির নেতৃত্ব নিয়ে শুরু হয় চরম দ্বন্দ্ব, বিএনপিতে কে হাল ধরবে তা নিয়ে যখন অনিশ্চয়তা শুরু হয় ঠিক তখন দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে নারী নেতৃত্বের শুরু হয় খালেদা জিয়ার হাত ধরে৷’১৯৭১ সালে মুক্তি যোদ্ধের সময় ছোট শিশু কোলে নিয়ে অসহায় মা পালিয়েছিলেন বাড়ি ছেড়ে কারন পাকহানাদার ধরলে আর ছাড়বে না তাঁকে। স্বামী তাঁহার মহান মুক্তি যোদ্ধের ঘোষণা দিয়ে অস্র হাতে মুক্তি যোদ্ধে রণাঙ্গনে এর চেয়ে বড় অপরাধ ছিলোনা পাক হানাদারদের কাছে ।একাত্তরের বীরাঙ্গনা সেই “মা” জালিমের কারাগারে বন্দি আছেন । সাধারণ গৃহবধূ হয়ে দেশের হাল ধরেছিলেন স্বৈরাচারের বিষদাঁত ভেঙে দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে। আপোষ করেননি কোন অপশক্তির কাছে।
রাজনীতির রোষানলে পড়ে আজ তিনির এক সন্তান দেশ ছাড়া, আরেক জন প্রাণ হারিয়ে নাফেরার দেশে । মায়ের কোলে সন্তানের লাশ এর চেয়ে বিয়োগ ব্যাতা কি আর আছে? সেই সন্তান হারা মা আজ জালিমের কারাগারে অন্যায়ভাবে বন্দি ও সুচিকিৎসা থেকে বঞ্চিত
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ার পারসন গণতন্ত্রের “মা ” মহীয়সী রমনী “মা” খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশে সুযোগ দেয়ার আহ্বান জানাই।মহান আল্লাহই বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার ভরসা। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বিচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নেত্রী বিশেষণে দেশে পরিচিত হয়ে ওঠেন তিনি। সেই তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসের এটি অবিচ্ছেদ্দ অংশ, যা মুছে ফেলা যাবে না।বাংলাদেশের রাজনীতির এক অনন্য, সাহসী নাম বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়া। দেশের মানুষ তাকে ভালোবাসে। তাদের কাছে তিনি ‘দেশনেত্রী’। খালেদা জিয়াও দেশকে ভালোবাসেন। স্বামী মুক্তিযোদ্ধা বীরোত্তম জিয়াউর রহমানের শাহাদাতের পর জনগণের আহ্বানে তিনি রাজনীতিতে আসেন। অবতীর্ণ হন এক সংগ্রামী জীবনে। ৯ বছরের দীর্ঘ সংগ্রামে স্বৈরশাসনের অবসান ঘটে। এরপর ১৯৯১ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।ইনশা আল্লাহ, দেশ ও জাতির ভালবাসায় বেগম খালেদা জিয়া আবার রাজনীতির ময়দানে, দেশবাসীর জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে ।আপামর জনসাধারণ চাচ্ছে তিনি সুস্থ হয়ে উঠুন। বিদেশে উন্নত চিকিৎসার অধিকার থেকে খালেদা জিয়া আপনি বঞ্চিত হয়েছেন। মহান আল্লাহই আপনার ভরসা। আপনার করোনা নেগেটিভ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।দেশনেত্রী আপোষহীন তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘ নেক হায়াত কামনা করছি, এক মহান আল্লাহ পাকের দরবারে, আমিন।’
লেখক :মোঃআলম হোসেন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
বেলজিয়াম বিএনপি