আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১০
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতির কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব বঞ্চিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান এর অনিয়ম-দুর্নীতির কারনে হাসপাতাল স্টাফ ও ভুক্তভোগীরা অতিষ্ঠ। তার অনিয়ম-দুর্নীতির মধ্যে রয়েছে-হাসপাতালের কোয়ার্টার বরাদ্দ না দিয়ে পরিত্যক্ত দেখিয়ে যারা কোয়ার্টারে থাকে তাদের নিকট থেকে মাসিক ভাড়া নিজের পকেটস্থ,কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের জন্য একটি প্রাইভেট কার দেওয়া হলেও গাড়ীটি সব সময় নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে,হাসপাতাল ভাউন্ডারীর ভিতর একটি ক্যান্টিন ভাড়া দিয়ে প্রতিমাসে দুই হাজার টাকা ভাড়া উত্তোলন করে দুই বছরের ভাড়া নিজের পকেটস্থ করেছে-এখন আবার দুই লাখ টাকা ঘুষ দাবি করছে বলে ক্যান্টিন পরিচালক জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল কোয়ার্টারে থাকা একজন কর্মচারী বলেন,কোয়ার্টার বরাদ্দ নিলে প্রতিমাসে বেতন থেকে বাসা ভাড়া বেশি কাটে আর স্যারকে(ইউএইচএফও) কিছু টাকা দিলেই চলে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে জমিদাতা একজন সদস্য বলেন,বর্তমান ইউএইচএফও ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান হাসপাতালের প্রতিটি সেক্টর থেকে মোটা অংকের নিয়মিত কমিশন নিয়ে থাকে। এ বিষয়ে সখিপুর ইউএইচএফও ডাঃ আব্দুস সোবহান বলেন, কিছু কুচক্রিমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,কয়েকদিন আগে তদন্ত কমিটি এসেছিল.তদন্তে তারা আমার বিরুদ্ধে কোন অনিয়ম-দুর্নীতি পায়নি। হাসপাতাল স্টাফ ও কয়েকজন ভুক্তভোগী জানায়,ডাঃ সোবহানের অনিয়ম-দুর্নীতির কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |