- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরের আংগারিয়া ইউপি নির্বাচনের সহিংসতায় আহত আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মারা গেছেন !
শরীয়তপুরের আংগারিয়া ইউপি নির্বাচনের সহিংসতায় আহত আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মারা গেছেন !
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতায় আহত আওয়ামী লীগের এক কর্মী মারা গেছেন। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুর রাজ্জাক মোল্লা (৬০) আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরযাদবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘রাজ্জাক মোল্লা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তারের সমর্থক ছিলেন। গত ৭ অক্টোবর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের হামলায় তিনি আহত হয়েছিলেন।’
গত ১১ নভেম্বর আংগারিয়া ইউপি নির্বাচনে আনোয়ার হোসেন জয় লাভ করেন।
ওসি জানান, নির্বাচনের আগে ৭ অক্টোবর সন্ধ্যায় আংগারিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের চরপাতাং পাকার মাথা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের সামনে আসমা আক্তার ও আনোয়ার হোসেনের সমর্থকের বাগবিতণ্ডা এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সে সময় রাজ্জাক মোল্লা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।
ওসি আরো জানান, ওই হামলার ঘটনায় আসমা আক্তারের সমর্থক মনির হোসেন ৮ অক্টোবর ৬৮ জনের নামে পালং মডেল থানায় মামলা করেন। মামলায় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করেছে।
তবে হামলার ঘটনায় আহত রাজ্জাক মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায়, এখন ওই মামলা হত্যা মামলায় রূপান্তর হয়ে যাবে বলে জানান ওসি।
Please follow and like us:
20 20