আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৯
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে।নাগরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তোতা শেখ (৪০) দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।গুলিবিদ্ধ রফিক শেখ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎ করেই দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনেন। এ বিষয়ে শুক্রবার বিকেলে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন, খাজা ও জাহাঙ্গীর এবং তাদের সহযোগীরা অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমার পায়ে গুলি লাগে। পাইকাল গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল, সুমন, কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হন। পরে লোকজন আমাদের উদ্ধার করে দৌলতপুর হসপিটালে নিয়ে আসলে আমার ভাই তোতা শেখ মারা যান।’
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |