আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৯
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনির ও তার বন্ধু কথিত পিএস মিঠু সিকদারের বিরুদ্ধে কলেজ ছাত্রী তরুনীকে ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তার ও পুলিশেরতদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সময় ক্ষেপনের অভিযোগ উঠেছে। মামলা দায়েরের পর থেকে উপজেলা চেয়ারম্যান মনিরের সুবিধাভ‚গী জেলা-উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতাকর্মী মিছিল-মিটিং ও হুমকি-ধূমকি দেয়া এবং তদন্তকারী কর্মকর্তা দ্রæতো তদন্ত শেষ না করে আদালতে সময় চাওয়ায় নির্যাতিত তরুনী ও তার স্বজনদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়েরকৃত মামলায় বিজ্ঞ বিচারক পুলিশকে ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও মামলার আইও কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সবুর খানের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ নবেম্ভর পরবর্তী তারিখ ধার্য করেছে।া যে কারনে মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাকে ধর্ষন মামলাটি সুষ্ঠু-নিরপেক্ষ তদন্তে জন্য প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শসহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি ও পর্যবেক্ষনের জন্য ধর্ষিতা তরুণী ও তার পরিবার দাবী জানিয়েছে ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তরুণী মিতু আক্তার দোলা বলেন, ২০১৭ সালে তৎকালীন কাঁঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এমাদুল হক মনিরের সাথে চাকুরী সংক্রান্ত বিষয় নিয়ে কলেজ পড়–য়া এ তরুনীর সাথে প্রথম পরিচয় ও পরবর্তীতে মোবাইল ফোনে বিভিন্ন সময় কথোপকথনের এক পর্যায়ে প্রেমেরে সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিগত ৩ এপ্রিল ২০১৭ তারিখ চাকুরির তদবিরের কথা বলে মনির তাকে বরিশাল নিয়ে আসে ও বরিশাল শহরের বিভিন্ন স্থান ঘুরিয়ে তার মহিলা কলেজ সড়কের আগরপুর রোডস্থ গনিষ্ট বন্ধু আওরাবুনিয়া ইউনিয়নের অধিবাসী মিঠু সিকদার ভাড়া বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। তখন সে কান্নাকাটি করলে এমাদুল হক মনির তার বন্ধু মিঠুর সহযোগীতায় একজন হুজুর নিয়ে এসে কাজী পরিচয়ে কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়ে বিবাহ সম্পন্ন হয়েছে বলে দাবী করে সেখানে দুই দিন রেখে স্বামী-স্ত্রীর ন্যায় মেলামেশা করে। এভাবে তৎকালীন ভাইস চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরের বিভিন্ন সময় বরিশাল শহরের আগরপুর রোডে বন্ধু মিঠুর ভাড়া বাসায়, তাদের গ্রামের বাড়ীতে, আমুয়া বাজারে ৫তলা বিল্ডিংয়ে, কখোন বরিশাল থেকে লঞ্চযোগে কেবিনে ঢাকা নিয়ে ও ঢাকা আবাসিক হোেেটল স্বামী-স্ত্রীর নিয়ে নিয়মিত যৌনসম্পার্ক চালিয়ে আসে। অসহায় তরুনী বিয়ের কাগজপত্রের জন্য চাপ দিলে ‘সে সামনে উপজেলা নির্বাচন তাই এখোন আমাদের বিয়ের কথা প্রকাশ করলে রাজনৈতিক ভাবে ক্ষতি হবে জানিয়ে নির্বাচনের পর সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন করবে’ আশ্বাস দিলে সে নিরব থাকে।
সংবাদ সম্মেলনে মিতু আক্তার দোলা আরো বলেন, গত ১আগষ্ট ২০২০ইং তারিখ মিতু ও তার মাসহ ১ ও ২নং স্বাক্ষীকে নিয়ে বরিশাল মিঠু সিকদারের বাসার সামনে আসলে মনির জানায় মিঠু বাসায় নেই বিয়ের কাগজপত্র তার কাছে এবং সেখানে দাড় করিয়ে কৌশলে সে চলে যায়। তারা খুজতে খুজতে বরিশাল শহরের সোবাহান কমপ্লেক্সে আসামী মিঠু সিকদারের দোকানে গেলে সেখানে উপস্থিত মনির তাদের দেখে খারাপ ব্যবহার করে এবং কোন বিয়ে সাদি হয়নি তোরা যা পরো করিস বলে চলে যায়।অসহায় তরুনী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা মনিরে হাতপা ধরে অনেক কান্নাকাটি করলেও সে কোন কথায় কর্নপাত না করায় আইনের আশ্রয় নেয়া সিদ্ধান্ত নিলে আসামীরা তাকে মিমাংশার প্রস্তাব দিয়ে গত ১৯ আগষ্ট সকাল আনুমানিক ১১টায় বরিশালের এড. সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর চেম্বারে ডাকে। ধর্ষিতা তরুনী তার মাকে নিয়ে সেখানে গেলে উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির ও তার সকলরঅপকর্মের সহযোগী মিঠু সিকদারও সেখানে আসে কিন্তু কথাবার্তার এক পর্যায়ে কোন প্রকার আপোশ মিমাংসা না করে আসামীরা সেখান থেকে চলে যায়। তাই স্ত্রীর স্বীকৃতি না পেয়ে গত ২৫ আগষ্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতেএমপি মামলা (নং-১০৬/২০২০ইং) দায়ের করলে বিজ্ঞ আদালত ৪ অক্টোবর তারিখের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |