আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
করোনার নতুন সংক্রমন ওমিক্রোনের ঝুঁকিতে থাকা দেশের ছাত্র ও বিদেশী শ্রমিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন এ ঘোষণা দেন। তবে নিষেধাজ্ঞার এ তালিকায় দক্ষিন এশিয়ার কোন দেশের নাম নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের ২০ টি দেশে ইতোমধ্যে ওমিক্রোন এর রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আটটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অধিক সংক্রমনের ঝুঁকিতে থাকা দেশের তালিকা তৈরি করা হয়েছে। সংক্রমন বাড়া ও কমার ভিত্তিতে এ তালিকা আপডেট করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গেলো ২৬ নভেম্বর আফ্রিকার সাতটি দেশ দক্ষিন আফ্রিকা, বতসোয়ানা, ইসওয়াতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে’র নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে মালয়েশিয়া।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও কড়াকড়ি আরোপের এটিই উপযুক্ত সময়। রবিবার থেকে সীমান্তে নতুন নিয়ম চালু হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা বিমান অবতরনেও আনা হয়েছে বেশ কিছু নিয়মের পরিবর্তন।
দীর্ঘমেয়াদি ভিসাধারি ও মালয়েশিয়ান নাগরিকদের ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসতে পারবেন। তবে তাদেরকে বাধ্যতামুলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনে যেতে হবে।
করোনার ওমিক্রোন ভাইরাস সংক্রমনের ঝুঁকিতে থাকা যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া’র নাগরিকদের নিষেধাজ্ঞার ব্যাপারেও ভাবছে সরকার।
তবে সবকিছু নির্ভর করছে সংক্রমনের উপর। ঐ সমস্ত দেশগুলোর উপর কঠোর নজরদারি রাখা হয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন।
সীমান্তগুলোতে মালয়েশিয়ান নাগরিকদের অটোগেইট পদ্ধতি ব্যবহার আপাতত স্থগিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |