আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৩
জেবু নজরুল ইসলাম :-
তুমি কি কেবলি ছিলে আমার আকাশে
> রক্তিম সন্ধ্যার এক খণ্ড মেঘ!
> যদি ভেসেই চলে যাবে সুদূর
> কেন দিলে মমতা জড়ান সুস্নিগ্ধ সান্নিধ্য,
> কেন দিয়েছিলে গভীর প্রণোদনা।
>
> আমিতো ছিলাম আলুথালু, উস্ক-খুসকো,
> বিষণ্ণ জগতে এক পথভোলা পথিক,
> তোমার শীতল স্পর্শ আর ভালবাসা দিয়ে
> আমূল পালটে দিলে জীবন।
>
> একটু একটু করে দুচোখে জাগালে স্বপ্ন
> হয়ে গেলে সহচরী, ভোরের আকাশ,
> আমার নক্ষত্রের যামিনী।
>
> আকাশ যেমন মেঘকে হৃদয়ে ধরে রাখে
> তেমনি তোমাকে রেখে বুকের গভীরে
> দেখেছি তোমার অনন্ত সুন্দর,
> তুমিই ছিলে আমার চিরহরিৎ প্রকৃতি,
> সুবর্ণ লাবণ্য আর সজীবতা জীবনের।
>
> তুমি চলে যাবার পর আমার দিগন্ত
> ঢেকেছে আঁধার,
> আমি এখন আবার নিস্প্রান ভুবনের
> দিগভ্রান্ত পথিক,
> তুমি আর একটিবার এসে আমাকে
> ভালবাসা দাও, ঢেকে রেখো তোমার
> সুরভিত শাড়ীর আঁচলে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |