আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৬
রাজধানী:-রাজধানীর মিরপুর থেকে অপহরণের পাঁচ দিন পর সাভার থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় দুই নারী অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার শাহাবুল মোল্ল্যার স্ত্রী রাশিদা বেগম (৩০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকার ফাতেমা বেগম (৩৫)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগের এডিসি আশরাফুল করিম জানান, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের শাহআলী মাজার গেটের সামনে থেকে তিন বছরের শিশু শাহাদাৎ হোসেনকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাজধানীর শাহআলী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ অপহৃত শিশুটি উদ্ধারের চেষ্টা চালায়। পরে প্রযুক্তির মাধ্যমে শিশুটির অবস্থান নির্ণয় করা হলে বুধবার রাতে সাভারের ছায়াবিথী সোসাইটি এলাকার আবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ বলছে, আটক রাশিদা ও ফাতেমার বিরুদ্ধে এর আগেও শাহআলী থানায় শিশু অপহরণের একাধিক মামলা রয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও তারা শাহাদাৎকে অপহরণ করে মোটা অংকের টাকার বিনিময়ে পাচারকারীদের কাছে বিক্রি করার চেষ্টা করছিল।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |