- প্রচ্ছদ
-
- দুর্ঘটনার সংবাদ
- রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৮ দিকে এ ঘটনা ঘটে মৃত যুবক পৌর শহরের মহলবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবর ছেলে খোকন(৩৩)।
ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রাণীশংকৈল টু নেকমরদ মহাসড়কে বিশ্ব রোডে ফায়ার সার্ভিসের সামনে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ তাকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নছিমন গাড়ি ও চালকে’কে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।তারা অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা নিয়ে এলাকায় এবং মৃত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:
20 20