উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলের লোহাগড়ায় নলদী ইউনিয়নে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম ও আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পাখির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) বিকেলে মিঠাপুর বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কালাম আজাদসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আবুল কালাম আজাদ বর্তমান ইউপি চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল কালাম আজাদের সমর্থকরা জাহাঙ্গীর আলম বিশ্বাসের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে চারজন আহত হয়েছেন। লোহাগাড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হালকা সংঘর্ষ হয়েছে উল্লেখযোগ্য আহত নেই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।