আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১১
বিডি দিনকাল ডেস্ক :- ‘হামলা-মামলা বা ভয় দেখিয়ে বিএনপি’র কর্মকান্ড স্তব্ধ করা যাবেনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলেরর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার বেলা ২ টায় ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানাধীন ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জনাব আবদুস সালাম উপরোক্ত মন্তব্য করেন।
লালবাগ থানাধীন আরএনডি রোডের হৃদয় কমিউনিটি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভার শুরুতেই স্থানীয় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা অনুষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা সেখানে সাজসজ্জার কাজে নিয়োজিত বিএনপিদলীয় নেতাকর্মীদের মারধর করে ব্যানার, ফেষ্টুন ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয় এবং হামলাকারী আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
বক্তব্যে আবদুস সালাম বলেন, আমরা সকল হামলা এবং সন্ত্রাসের জবাব দিতে প্রস্তুত, আমরা ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছি, ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে কেউ রক্ষা পাবে না। আবদুস সালাম হুঁশিয়ার করে বলেন, অতীতেও যারা দেশকে গণতন্ত্র ও ভোটবিহীন করতে চেয়েছিলো তারা কেউ রক্ষা পায়নি, হাসিনাও রক্ষা পাবে না। আজ জেগে উঠেছে-খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলন। সারা বাংলাদেশের মানুষ এখন এক হয়ে গেছে। উল্টা-পাল্টা কিছু করলে পালানোর রাস্তা পাবে না বর্তমান শাসকগোষ্ঠী।
ওয়ার্ড কমিটি সমূহ পূণর্গঠনের লক্ষ্যে গঠিত টীম-৫ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ মোশাররফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান, সদস্য আনোয়ার পারভেজ বাদল, হাজী শহিদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, আমরা আমাদের ধৈর্য্যরে শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই জীবন-মৃত্যুর হিসাব আমরা করি না। আমাদের লক্ষ্য ও বক্তব্য স্পষ্ট-দেশনেত্রীকে মুক্তি দিন, সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দিন, গণতন্ত্র ও ভোটাধিকার পূণ:প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করুন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |