আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৬
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের শেষে মহিলা বিষয়ক অধিদপÍর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে ও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী মিসেস রতœা রশিদ প্রমুখ।
পরে সমাজে বিভিন্ন কাজে অবদান রাখায় উপজেলার ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়ীতা সংবর্ধনা ও ক্রেস প্রদান করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |