আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২১
বিডি দিনকাল ডেস্ক :- সকাল থেকেই গুঞ্জন ছিল। দেশ ছাড়ছেন ডা. মুরাদ হাসান। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ দেশে থাকবেন না বিদেশে যাবেন এটি তার ব্যাপার। এখানে সরকারের কিছু করার নেই। তার এই বক্তব্যের পর গুঞ্জন আরও জোরালো হয়। যদিও সন্ধ্যা পর্যন্ত ডা. মুরাদের বিদেশে যাওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি। রাত পৌনে নয়টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে জানান সেখানে দায়িত্বরত একজন নিরাপত্তা কর্মকর্তা। রাত ১১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডা. মুরাদ কানাডার উদ্দ্যেশে ঢাকা ছাড়েন।ওই কর্মকর্তা জানান, দুবাই হয়ে ফ্লাইটটি কানাডা যাবে।
কোনো ভাবেই বাধা পান নাই সাম্প্রতিক কালের বহুল আলোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান ।দেশের সাধারণ জনগণ মনে করেছিলেন মুরাদ সহজে চাড় পাবেনা। আইনের মুখ মুখী হতেই হবে তাকে ।শেষ পর্যন্ত তার কোনো কিছুই হলোনা । তাছাড়া মুরাদের যে কিছুই হবেনা এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস’এ তা পরিস্কার হয়ে যায় ।
ওদিকে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ৯৪টি ভিডিও লিংক সরিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো মুরাদ হাসানের ২৬৮টি লিংকের মধ্যে ১৭৪টি এখনো সরানো বাকি আছে। বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সঙ্গে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) এক মতবিনিময়ে নাসিম পারভেজ এ কথা বলেন। রাজধানীর রমনায় বিটিআরসি’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |