আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘেœ ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে- তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যেকোন ধরনের বেআইনি কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার রাত ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আরও বলেন , আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোন রকম ভোট কারচুপি ও অনিয়ম বরদাস্ত করা হবেনা। এসব ঘটনার সাথে যদি প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ যে কেউ জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নির্বাচন সুষ্ঠু হবে, অসুষ্ঠু নির্বাচন আমরা কেউ চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে। শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |