আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৭
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ৭ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কৈয়ামধু ও গড়গােবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে আনােয়ার ও বাবলু নামের দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাবের একটি দল সখিপুরের কৈয়ামধু এলাকা থেকে উপজেলার দাড়িয়াপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আনােয়ার হােসেন (৪৭) কে ত্রিশ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা ও একটি মােবাইলসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এছাড়া উপজেলার গড় গােবিন্দপুর এলাকার মৃত আব্দুর মজিদের ছেলে বাবলু মিয়া (৪৫)কে চল্লিশ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় দুটি মামলা করা হয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)একে সাইদুল হক ভূইয়া বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |